চীনে রহস্যজনক ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭

চীনে ছড়িয়ে পড়া রহস্যজনক করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরো আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। আক্রান্তের সংখ্যাও বেড়ে পাঁচ শতাধিক ছাড়িয়েছে। দেশটির উহান শহরে এ ভাইরাসের উৎপত্তি হলেও বেইজিংসহ অন্যান্য শহরেও এর সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

এদিকে ভাইরাসটির মহামারি আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে উহানের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। উহানের এক কোটি ১০ লাখ বাসিন্দারকে একান্ত প্রয়োজন ছাড়া শহরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

রহস্যজনক এ ভাইরাস নিয়ে কেবল চীনেই নয়, গোটা বিশ্বে আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন দেশ এরইমধ্যে নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। উহান থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

চীনের এই ভাইরাস ঠেকাতে করণীয় নির্ধারণে জরুরি বৈঠক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির বিশেষজ্ঞরা আজ আবার বৈঠক করবেন।

বিশেষজ্ঞনা বলছেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। নাক, সাইনাস বা গলার উপরিভাগে সংক্রমণ ঘটায়।

বলা হচ্ছে, নতুন এ ভাইরাসের সঙ্গে প্রাণঘাতী সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের (সার্স) মিল রয়েছে, যা অনেকটা ফ্লুয়ের মতো। ২০০২ সালে সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে ৭০০ জন মানুষের মৃতু হয়।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *