মো. জয়নাল আবেদীন,সীতাকুন্ড প্রতিনিধি:
আহলে সুন্নাত ওয়াল জামায়াত সীতাকুন্ড উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন (২০২০) আগামী ২৬ অক্টোবর।
২৬ অক্টোবর সোমবার সকাল ৯ ঘটিকায় সীতাকুন্ড উপজেলাধীন কুমিরা কনভেনশন হলে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের চেয়্যারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফি সাহেব,প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি শাইখুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী সাহেব,বিশেষ অতিথী কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অধ্যক্ষ আল্লামা ইসমাঈল নোমানী,
নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী শাহ নেছারী সাহেব, মাওলানা আবদুল আউয়াল সাহেবসহ পীর, মাশায়াখ,ওলামায়ে কেরামগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুন্নী নুরানি শিক্ষা বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আবুল আছাদ মুহাম্মদ জোবাইর রজভী সাহেব।
কাউন্সিল অধিবেশন সফল করার জন্য দাওয়াতে কার্যক্রমসহ ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছেন বলে জানান কাউন্সিলের আহবায়ক মাওলানা মুজিব উদ্দিন আলকাদেরী।
সকল সুন্নি জনতাকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আহবান জানান কাউন্সিলের সদস্য সচিব মাওলানা আলী সিদ্দিকী সাহেব।