আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়া পরিবারের পাশে কিংবদন্তি রাজনীতিবীদ বাঁকের ভুঁইয়া

সীতাকুন্ড বার্তা প্রতিনিধি

সীতাকুণ্ডে পৌরসভার ইয়াকুব নগরে আগুনে বসত ঘর পুড়ে ছাই হয়ে যাওয়া, পরিবারের পাশে সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভুঁইয়া।

গত ১ মে মধ্যম ইয়াকুব নগরের মৃত হোসেন সওদাগরের বাড়ির আগুনে বসত ঘর পুড়ে নিঃস্ব হয়ে যায় ৪ টি পরিবার। আগুনে সর্বস্বান্ত হয়ে যায় সর্বস্ব হারানো এই পরিবারের সদস্যরা।
প্রাণঘাতী করোনা ভাইরাসের কালো থাবায় স্তব্ধ অর্থনৈতিক অবস্থার অবনতি সাধারণ মানুষের। ঠিক তেমনি একটি দুর্যোগের সময় আরেকটি দুর্যোগ মানুষের মনোবল দূর্বল করে দেয়।এই দুই দূর্যোগে যখন অসহায় হয়ে যান পরিবারগুলো। তখন তাদের পাশে দাঁড়ালেন সীতাকুণ্ডের কিংবদন্তি রাজনীতিবীদ আব্দুল্লাহ আল বাঁকের ভূঁইয়া । তিনি বলেন , যে কোন প্রকার সহায়তার জন্য অবগত করার জন্য।
এসময় তিনি ইফতার সামগ্রী বিতরণ করেন। এবং ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোলায়মান খোকন কে নির্দেশনা দেন যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাভাবিক অবস্থা না আসা পর্যন্ত দেখাশোনা করার জন্য।
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন , সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য রতন মিত্র ,১ নং ওয়ার্ড কমিশনার আনোয়ার হোসেন সহ অন্যান্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top