১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে ইফতার সামগ্রী বিতরণ করলেন সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে।২০১৯ সালের ঠিক এই দিনে তরুণ ঘেঁষা  আর বিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর পরামর্শে সংগঠনটি নতুন দিগন্তে নিরন্তর ছুটে চলছে। মাদকের করাল গ্রাসে ধ্বংস হচ্ছে যুব সমাজ। সেই অন্ধকার জগৎ থেকে আলোর দিকে এই যুব শক্তিকে ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিন তরুণ যুবক মিলে সংগঠনের নাম রেখেছিলেন সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন।দক্ষ যুব দক্ষ দেশ গড়বো সোনার বাংলাদেশ। দক্ষ যুব শক্তি গড়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটি আজ ১ বছরে পা রাখলো।এ উপলক্ষে সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।আজ সকাল ১০ টায় সীতাকুণ্ড পৌরসভার ৮ নং ওয়ার্ডে কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ আলম। আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি এম কে মনির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এম এস হোসেন,বন ও পরিবেশ সম্পাদক মোঃনুরুল আজম,সহ সভাপতি সায়েদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃআলাউদ্দিন হাসান,শিশু ও মহিলা সম্পাদিকা নাহিদা আক্তার, প্রচার সম্পাদক এম এইচ সাকিব,অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

কর্মসূচীতে পৌরসভার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক দুঃস্থ পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সংগঠনের সদস্যরা এসব ব্যাগ বহনপূর্বক ঘরে ঘরে পৌঁছে দেন।

এ বিষয়ে সভাপতি এম কে মনির বলেন আজ আমাদের সংগঠনের জন্য একটি বিশেষ দিন।প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণের কথা ভাবছিলাম আগে থেকেই।তাই মানবিক কাজ দিয়ে বর্ষপূর্তি উদযাপন করছি।

সাধারণ সম্পাদক এ এম এস হোসেন জানান সংগঠন হচ্ছে কল্যাণের জন্য। করোনা ভাইরাস পরিস্থিতিতে আমরা এমন উদ্যোগ নিয়েছি।সামাজিক দূরত্ব বজায় রেখে এবং জনসমাগম এড়িয়ে এ কর্মসূচী পালন করা হয়েছে। এসময় তিনি যেসব সংগঠন সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সিনিয়র সভাপতি ১ বছর পূর্তি উপলক্ষে বলেন, সত্যি অনেক ভালো লাগছে এই পবিত্র মাহে রমজানের মাসে সংগঠনের ১ বছরে পদার্পণ।আর এমন কঠিন সময়ে আমরা ইফতার সামগ্রী বিতরণ করছি যখন গরীব দুঃস্থদের দিন যাচ্ছে দুঃখ দুর্দশার মধ্য দিয়ে। করোনার কালো থাবা যাতে এই পবিত্র মাহে রমজানে বন্ধ হয়ে যায় সেজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন।সরকারী নির্দেশনা মেনে চলুন এবং গুজব থেকে দূরে থাকুন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *