সীতাকুণ্ডে গুরুত্বপূর্ণ তিনটি পর্যটন কেন্দ্র নিষিদ্ধ ঘোষণা

সীতাকুণ্ডে গুরুত্বপূর্ণ তিনটি পর্যটন কেন্দ্র নিষিদ্ধ ঘোষণা ।

সীতাকুণ্ড প্রতিনিধি

সম্প্রতি করোনা ভাইরাস আতংকে বিশ্ব।দিন দিন থমকে যাচ্ছে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জিবনযাত্রা।করোনারি নজর পড়েছে বাংলাদেশের দিকে । সারাবিশ্ব সরগরম করোনা ভাইরাস ইস্যুতে। আন্তর্জাতিক মিডিয়াগুলোর কভার পেইজে এখন করোনারি দখল । বিবিসি , আলজাজিরা ,সি এন এন এর মতো আন্তর্জাতিক মিডিয়ায় নোভেল করোনা ভাইরাসের সংবাদ ।সারা পৃথিবীজুড়ে প্রায় ১৫১ টি দেশ এবং অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে।বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জন। ইতিমধ্যে দেশের সব বিদ্যালয় প্রতিষ্ঠান সাময়িক বন্ধ রাখা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে জনসমাগম ছাড়াই । দেশের মানুষের নিরাপত্তার কথা ভেবে সরকার গণজমায়েত না হওয়ার নির্দেশ দিয়েছেন।সেই সুবাদে সীতাকুণ্ড উপজেলার তিনটি পর্যটন কেন্দ্র কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে । প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য দেখতে লাখো মানুষের ঢল সীতাকুণ্ডের পর্যটনগুলোতে। কিন্তু করোনা ভাইরাসের কারণে সতর্কতা অবলম্বন ও জনসচেতনতা সৃষ্টির জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে । বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল রয়েছে সবচেয়ে ঝুঁকির মধ্যে। সবদিক বিবেচনা করে সীতাকুণ্ডে কুমিরা ঘাট ,গুলিয়াখালী সমুদ্র সৈকত , বাঁশবাড়িয়া বীচ কে বিনোদনের জন্য জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সীতাকুণ্ডে তিনটি পর্যটন কেন্দ্র নিষিদ্ধ ঘোষণা করা তথ্যটি সীতাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার মিল্টন রায় এর ফেসবুক থেকে সংগৃহীত হয়েছে।
সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম আজ ১৮ মার্চ বুধবার জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুল আলম।
সীতাকুণ্ডের পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বলেন , আপাতত করোনা ভাইরাসের কারণে লোক সমাগম থেকে সরে আসতে হবে । আতংকিত না হয়ে সাবধানতা অবলম্বন করতে হবে ।হাঁচি ,কাশি, গলাব্যথা হলে অবশ্যই ভীতসন্ত্রস্ত না হয়ে ডাক্তারের শরণাপন্ন হতে হবে । তিনি আরো বলেন , করোনা ভাইরাসের সংক্রমণের কারণে মিছিল, মিটিং, সমাবেশ বন্ধ রাখা প্রয়োজন।এই মুহূর্তে অফিস, পারিবারিক,বা সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখা উত্তম। বিশেষ করে যেসব অনুষ্ঠানে বিদেশ থেকে আসা আত্বীয় স্বজন আসতে পারেন এমন ধরনের অনুষ্ঠান এখন না করাই ভালো। মুখে মাস্ক ব্যবহার করা , কোলাকুলি না করা , হ্যান্ডশেক না করা এই সময়ে ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *