সীতাকুণ্ড বার্তা;

করোণা সংক্রমণরোধে গণজমায়েতে সীতাকুন্ড উপজেলা প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করায় শঙ্কর মঠ ও মিশনের পূর্ব প্রচারিত বাৎসরিক অনুষ্ঠানমালার আনুষ্ঠানিকতা স্থগিত ঘোষণা ।—————————————————————
………………..ওঁ তৎ সৎ……………
শঙ্কর মঠ ও মিশন
সীতাকুন্ড ,চট্রগ্রাম । ১০/১১/২০

অমৃততপা সুপ্রিয় ভক্তবৃন্দ ,
অত্যন্ত দু:খ ভারাক্রান্ত হৃদয়ে শঙ্কর মঠ ও মিশনের সকল ভক্তবৃন্দ ,শিষ্যগন ও শুভানুধ্যায়ীবৃন্দ সমীপে জানানো যাচ্ছে যে , শঙ্কর মঠ ও মিশনের পূর্ব নির্ধারিত বাৎসরিক অনুষ্ঠানমালার আনুষ্ঠানিকতা (৩০ কার্তিক ১৪২৭ বাংলা হতে ১১ অগ্রহায়ণ ১৪২৭বাংলা / ১৬ নভেম্বর ২০২০ ইংরেজী হতে ২৭ নভেম্বর ২০২০ ইংরেজী ) ভক্তবৃন্দের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনাপূর্বক সীতাকুন্ড উপজেলা প্রশাসন গণজমায়েতে বিধি নিষেধ আরোপ করায় স্থগিত ঘোষণা করা হইল ।

যার ফলশ্রুতিতে পরম পূজ্যপাদ মহাত্না মহারাজবৃন্দের শুভ আবির্ভাব দিবস সমূহের সমস্ত মাঙ্গলিক শুভ অনুষ্ঠানমালা শুধুমাত্র আশ্রমনিবাসী পূজনীয় মহাত্মা মহারাজবৃন্দের অংশগ্রহনে বিশ্ববাসীর শান্তি ,সমৃদ্ধি ও রোগমুক্তি কামনা করে শ্রী শ্রী চন্ডীপাঠ,বিশ্বশান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে সুসম্পন্ন হইবে ।

মহামারী করোনা প্রকোপের এই কঠিন সময়ে সকল ভক্তবৃন্দ ,শিষ্যগন ও শুভানুধ্যায়ীবৃন্দকে নিজ নিজ গৃহে / অবস্থান থেকে সমগ্র মাঙ্গলিক শুভানুষ্ঠানমালায় আত্ন নিবেদন করে পরম করুণাময়ের নিকট সমগ্র বিশ্বের মঙ্গল কামনা ও দ্রুত করোনা মুক্ত হয়ে সকল ভক্তবৃন্দের অংশগ্রহনে ২০২১ সালে শঙ্কর মঠ প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উদযাপন এবং নব নির্মিত শ্রী শ্রী বিশ্বনাথ মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠানকে কুম্ভমেলা সদৃশ্য প্রাণের মেলার রুপান্তরের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য গুরু মহারাজ শঙ্কর মঠাধীশ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজজী উদাত্ত আহ্বান জানান ।

ওঁ শান্তি ! ওঁ শান্তি !! ওঁ শান্তি !!!

       -: বিনীত নিবেদনে :-

কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদ
শঙ্কর মঠ ও মিশন
সীতাকুন্ড , চট্রগ্রাম।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *