চবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

চবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২–২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে। আবেদনের সময়সীমা শেষ হবে ১২ এপ্রিল। ১৪ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে।

এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের (সেকেন্ড টাইমার) অংশগ্রহণের সুযোগ থাকছে। তবে তাদের মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেওয়া হবে। প্রতি ইউনিটে আবেদন ফি নির্ধারিত হয়েছে ৯৫০ টাকা। যা গতবছর ছিল ৮৫০ টাকা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। 

ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসাইন বলেন,‘ডিনস কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ থাকছে। অর্থাৎ, যারা ২২ ও ২৩ সালে এইচএসসি দিয়েছে তারা উভয়ই পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে ২২ সালে পাসকৃতদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।’

নম্বর বণ্টন:

ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১২০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বর লিখিত পরীক্ষা (এমসিকিউ) ও বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে যুক্ত হবে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

আবেদন যোগ্যতা :

এ ইউনিট : এ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৮.২৫। প্রতিটিতে আলাদাভাবে জিপিএ ৪.০০ থাকতে হবে।

বি ইউনিট : কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ সব গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মানবিক বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.৫০। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ লাগবে ৮.০০। এছাড়া ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্যও লাগবে জিপিএ ৮.০০। প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। বি ইউনিটে (নাট্যকলা, চারুকলা ও সংগীত বিভাগ ব্যতীত) মোট সাধারণ আসন ১ হাজার ২২১টি। চারুকলা ও নাট্যকলা বিভাগে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীদের আলাদাভাবে বি–১ উপ–ইউনিটে আবেদন করতে হবে। আবেদন যোগ্যতা বি ইউনিটের মত। 

সি ইউনিট : এই ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৮.০০। উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।

ডি ইউনিট : সব গ্রুপের শিক্ষার্থীরাই ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এখানে সমাজবিজ্ঞান অনুষদের নয়টি বিভাগ, আইন অনুষদের অধীনে থাকা আইন বিভাগ, ব্যবসায় প্রশাসনের অনুষদের সব বিভাগ রয়েছে। এছাড়া আছে জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ। ডি ইউনিটে আবেদনের যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। প্রতিটিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ–৩.৫০ পেতে হবে। এছাড়া শিক্ষা অনুষদভুক্ত (ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স) ডি–১ উপ–ইউনিটে আগ্রহী শিক্ষার্থীদের আলাদাভাবে আবেদন করতে হবে। এতে মোট ৬.০০ জিপিএ লাগবে। ন্যূনতম ২.৫০ পয়েন্ট লাগবে।

বছরে আবেদন ফি বাড়ল ৩০০ টাকা:

ভর্তির আবেদনের জন্য ইউনিট ও উপ-ইউনিটপ্রতি একজন শিক্ষার্থীকে আবেদন ফি দিতে হবে ৮৫০ টাকা। এ ছাড়া প্রসেসিং ফি দিতে হবে আরও ১০০ টাকা। অর্থাৎ, একটি ইউনিট অথবা উপ-ইউনিটের আবেদন করতে মোট ৯৫০ টাকা লাগবে, যা গত শিক্ষাবর্ষে ছিল ৮৫০ টাকা। এর আগের শিক্ষাবর্ষে ছিল ৬৫০ টাকা। অর্থাৎ, দুই বছরের ব্যবধানে আবেদন ফি ৩০০ টাকা বেড়েছে।

আবেদনে সংশোধনীর সুযোগ:

২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদনপ্রক্রিয়ার নিয়মাবলী চবির ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্রে যেকোনো প্রকার সংশোধনী বা ভর্তি পরীক্ষাসংক্রান্ত যেকোনো ডকুমেন্টের ডুপ্লিকেট কপি নেওয়ার জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) ৩০০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

বিভাগীয় শহর নয়, ক্যাম্পাসে হবে পরীক্ষা:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। এবারও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হবে না। তবে আগামী শিক্ষাবর্ষে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে চবির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক বলেন, চবির ভর্তি পরীক্ষা আমাদের ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হবে না।

ভর্তি পরীক্ষার সময়সূচি:

আগামী ১৬ ও ১৭ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ১৮ ও ১৯ মে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ২০ মে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং সকলের জন্য উন্মুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে ২২ মে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। এ ছাড়া ‘ডি-১’ ও ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে ও ২৫ মে ।

বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪টি, বি ইউনিটে ১ হাজার ২২১টি, সি ইউনিটে ৪৪২টি ও ডি ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া, দুইটি উপ ইউনিটের মধ্যে বি১ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ডি১ ইউনিটে ৩০টি আসন রয়েছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *