চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২.৬৯

চট্টগ্রামে করোনা শনাক্তের হার আরও কমে ৩ এর নিচে ঠাঁই করে নিয়েছে। সর্বশেষ গত একদিনে ৬৯ জনের দেহে করোনায় শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৬৯ শতাংশ। তবে এদিনও করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হয়নি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় ১১ টি ল্যাবে সর্বমোট ২ হাজার ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়।

শনাক্ত হওয়া ৬৯ জনের মধ্যে ৬১ জনই নগরের বাসিন্দা। বাকি ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

উপজেলার মধ্যে লোহাগাড়ায় ১, আনোয়ারায় ১, বোয়ালখালীতে ১, , রাউজানে ২, ফটিকছড়িতে ২ ও হাটহাজারীতে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৯৭৩ জনে এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৬১০ জন। ৩৪ হাজার ৩৬৩ জন বিভিন্ন উপজেলার।

তবে সুখবর হচ্ছে এদিন করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬২ জন।

চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *