আবাসিকে গ্যাস সংযোগের সুখবর আসছে

আদ্বান অর্চিশ, সীতাকুন্ড বার্তা;

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবাসিক বাসাবাড়িতে পুনরায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে মৌখিকভাবে এ বিষয়ে সম্মতি দিয়েছেন। চলতি বছরের মধ্যেই গ্যাস সংযোগ দেওয়া শুরু করার চিন্তাভাবনা করা হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০০৯ সালের ২১ জুলাই এক প্রজ্ঞাপন জারি করে থেকে শিল্প ও বাণিজ্যিকে নতুন গ্যাস সংযোগ বন্ধ করা হয়। এরপর ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিক বাসাবাড়িতেও নতুন গ্যাস সংযোগ বন্ধ করা হয়। ২০১৩ সালের ৭ মে আবাসিকে সংযোগ দেওয়া শুরু হলেও কয়েক দিনের মাথায় তা আবার বন্ধ করে দেওয়া হয়।

আবাসিকে গ্যাস সংযোগ চালুর বিষয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন। এখন বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে গ্যাস সংযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তাঁরা।

আবাসিকে গ্যাস সংযোগ চালুর বিষয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান আজ বুধবার গণমাধ্যমকে বলেন, ‘বিচার-বিশ্লেষণ চলছে কী আছে, কী লাগবে, কী দিতে হবে, কী পরিমাণ আবেদন পেন্ডিং আছে। এগুলো নিয়ে আমরা এক্সারসাইজ করছি। এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাব।’

মো. আনিছুর রহমান এ সময় আরো বলেন, ‘অনেকে বেশ কয়েক বছর আগে ডিমান্ড নোট জমা দিয়েছিল, এমন একটা ক্যাটাগরি আছে। কিছু আছে ডিমান্ড ইস্যু করা হয়েছিল। কিন্তু টাকা জমা হয়নি, কিছু অ্যাপ্লিকেশন ছিল, কিছু আছে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে যাচ্ছে।’

সারা দেশে ছয়টি সরকারি কোম্পানি গ্যাস বিতরণ করে থাকে। এগুলো হলো তিতাস, কর্ণফুলী, পশ্চিমাঞ্চল, জালালাবাদ, বাখরাবাদ ও সুন্দরবন।

সূত্র: এনটিভি অন-লাইন


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *