মোঃ জয়নাল আবেদীন: উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ সহ ট্রাক আটক। উপজেলার সলিমপুর ইউনিয়নের ওভারব্রীজ ফকিরহাট কালুশাহ মাজার এলাকা থেকে একটি ট্রাক আটক করে ফৌজদারহাট বিট- কাম-চেক স্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
১৮ নভেম্বর (২০২০) বুধবার একটি গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত দুইটার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিট কাম চেক স্টেশন বন কর্মকর্তারা চট্রগ্রাম শহর থেকে আসা ঢাকামুখী চোরাই সেগুন কাঠ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮_০৫_৭৭) আটক করে।ঢাকামুখী এই ট্রাকটির খবর পেয়ে চেকপোস্ট বসিয়ে কালোশাহ মাজার থেকে আটক করা হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগ শহর রেঞ্জ ফরেস্টার মোঃ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন আটককৃত ট্রাক টিতে প্রায় ২৫০ ঘনফুট সেগুন কাঠ ছিল।যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।চোরাই সেগুন কাঠ বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে এবং বন আইনে মামলা দায়ের করা হয়েছে।