সীতাকুন্ড বার্তা প্রতিনিধিঃ
সুদূর সাতক্ষীরা থেকে পাঁচ শ কি.মি. পথ পায়ে হেঁটে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে মঠ-মন্দির দর্শন করেছেন পাঁচ যুবক। গত শুক্র ও গতকাল শনিবার তারা এই তীর্থে অবস্থান করে পূজা-অর্চনার মধ্য দিয়ে দীর্ঘদিনের মনস্কামনা পূরণ করেন। এ পাঁচ যুবক হলেন- সাতক্ষীরার আশাশুনি থানার বলাবাড়িয়া গ্রামের অমল কৃষ্ণ সরকারের ছেলে প্রসেনজিৎ সরকার (২৮), মহাদেব সরকারের ছেলে জয় সরকার (২২), খোকন চন্দ্র মন্ডলের ছেলে গনেশ মন্ডল (২৯), বালিয়াপুর গ্রামের মনোরঞ্জন সরকারের ছেলে দেবু সরকার (২৬) ও তালা থানার সোনাবাদাল গ্রামের প্রভাষ মন্ডলের ছেলে নয়ন মন্ডল (২১)। এই তীর্থযাত্রার মূল উদ্যোক্তা প্রসেনজিৎ সরকার জানান, তারা সবাই মহাদেবের ভক্ত। অনেকদিনের স্বপ্ন ছিল একবার পায়ে হেঁটে চন্দ্রনাথ ধাম দর্শনে আসবেন। সে লক্ষ্যে আশপাশের আরও অনেককে আহ্বান জানান। একসময় আগ্রহীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬০ জন হলেও তীর্থে আসার সময় ঘনিয়ে আসার সাথে সাথে কমতে থাকে ভক্তের সংখ্যা। সবশেষে আগ্রহী পাঁচজন গত ১৬ মার্চ সাতক্ষীরা থেকে পায়ে হেঁটে রওয়ানা দেন। একদিনে সর্বোচ্চ ৫৭ কি.মি. পথ তারা হেঁটে পাড়ি দিয়েছেন। ২৭ কি.মি. পথ পাড়ি দিয়েছেন ফেরিতে
সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম স্রাইন (তীর্থ) কমিটির সদস্য কৃষ্ণ চন্দ্র দাস বলেন, এখানে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে অসংখ্য পুণ্যার্থীর আগমন হয়। তবে এই পাঁচ যুবককে এভাবে পায়ে হেঁটে আসতে দেখে আমি বিস্মিত।