২১ ঘণ্টা পর নিভলো সীতাকুণ্ডে তুলার গোডাউনের আগুন

২১ ঘণ্টা পর নিভলো সীতাকুণ্ডে তুলার গোডাউনের আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিটেক্স কারখানার তুলার গোডাউনে লাগা আগুন ২১ ঘণ্টা পর নিভেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

রবিবার (১২ মার্চ) সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নোবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির সম্মিলিত প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আর আগুন নেই। তবে কিছু জায়গা থেকে ধোঁয়া ওঠছে।

এর আগের দিন শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোট কুমিরা নেমসন ডিপোর পাশে এসএল গ্রুপের মালিকানাধীন ইউনিটেক্স গ্রুপের ভাড়ায় নেওয়া একটি তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। এ অগ্নি-দুর্ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দিনব্যাপী ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। শুকনো তুলায় আগুন ছড়িয়ে পড়া ও পানির তীব্র সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছিলেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর সহায়তা চাওয়া হলে রাত এগারোটার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে কাজে যোগ দেয়।

এদিকে তুলার গুদামে অগুন লাগার কারণ তদন্তে জেলা প্রশাসকের নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলমকে প্রধান করে ১০ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন, চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপারের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধি, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ড থানার ওসি, বিটিএমসির প্রতিনিধি, বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধি ও বিটিএমইএর প্রতিনিধি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top