মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।মহাসড়কের পাশে বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা সহ এক মহিলাকে আটক করা হয়েছে।
১৭ জুলাই শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তল্লাশি চালিয়ে এক হাজার পাঁচশত (১৫০০) ইয়াবা সহ এক মহিলাকে আটক করা হয়। সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে এই মহিলাকে আটক করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
আটককৃত মহিলার নাম মোছাম্মৎ রাবেয়া (৩০)।সে কক্সবাজার জেলার সদর উপজেলার উত্তর রুয়ালিয়াছড়া গ্রামের মোঃ সুরুত আলম এর স্ত্রী বলে জানা গেছে।
এই বিষয়ে এস আই মোঃ আশরাফ সিদ্দিকী জানান, গোপন সূত্রে খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে অভিযান চালায় সীতাকুণ্ড উপজেলার মহাসড়কের পাশে বাসস্ট্যান্ড এলাকা থেকে এক হাজার পাঁচশত পিস (১৫০০) ইয়াবা সহ এক মহিলাকে আটক করি। এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা করা হয়েছে। আটককৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।