আদ্বান অর্চিশ, সীতাকুন্ড বার্তা;
আজ সোমবার ভোর ৪:৪০-এ মানুষ যখন গভীর ঘুমে মগ্ন তখনই দ্বিতীয়বারের মতো কেঁপে উঠলো রাজধানী ঢাকাসহ বাংলাদেশের কিছু অঞ্চল। এই নিয়ে ১২ ঘণ্টার ব্যবধানে দুইবার ভূমিকম্পের খবর পাওয়া যায়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৪:৪৬-এ রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে প্রায় ২৭৯ কিলোমিটার পূর্বে ভারত মায়ানমার সীমান্ত অঞ্চলে। কিন্তু এতে বাংলাদেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
১২ ঘন্টা যেতে না যেতেই আজ ভোর ৪:৪০ এ ৫.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয় বলে জানা যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে। এটির ও কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ৩০১ কিলোমিটার দক্ষিণপূর্বে ভারত ও মিয়ানমার সীমান্ত অঞ্চলে। এই দুটি ভূমিকম্পকে মধ্যম মান হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দুটি ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।