১০ লাখ টাকা আক্কেল সেলামী দিল আইআইইউসি

 

এম কে মনির, সীতাকুণ্ড,চট্টগ্রাম

আইন বিভাগে (এলএলবি) সেমিস্টার প্রতি অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামকে (আইআইইউসি) ১০ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্টের আপিল বিভাগ।

একইসঙ্গে জরিমানার এই টাকা বাংলাদেশ বার কাউন্সিলকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার সকালে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ইউনিভার্সিটির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী এবিএম আলতাফ হোসেন।

অন্যদিকে বার কাউন্সিলের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

এর আগে এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিধান জারি করে। কিন্তু এ নিয়ম না মেনে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় বিশ্ববিদ্যালয়টি।

পরে এসব শিক্ষার্থী বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেন। কিন্তু তাদের ৫০ জনের বেশি নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন।

এরপর হাইকোর্ট শিক্ষার্থীদের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন। এর বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ বিশ্ববিদ্যালয়টিকে ১০ লাখ টাকা জরিমানার রায় দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top