চট্টগ্রামের হামজারবাগ এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নিম্নমানের তামার তার তৈরি করে বিক্রির অপরাধে মোহাম্মদ ওমর ফারুক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে হামজারবাগের সঙ্গীত জাঙ্গালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ ওমর ফারুক চট্টগ্রামের ভূজপুর থানার নোয়াপাড়া সুয়াবিল এলাকার মৃত নুর বক্সের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, হামজারবাগ এলাকায় এন.ই.সি. সুপার এন্ড ক্যাবল ইন্ডাষ্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমতি ছাড়া নিম্নমানের তামার তার বানানো হচ্ছে। নকল পণ্যগুলো বাজারজাত করে গ্রাহকের সাথে প্রতারণা করায় একজনকে আটক করা হয়েছে। এসময় ক্যাবল তৈরির কারখানার ভেতর থেকে ৫ লাখ ৩৭ হাজার ৬শ টাকার লোহা ও প্লাস্টিকের তৈরি ববিনসহ ৭৬৮ কেজি নকল তামার তার উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা নিতে আটক ব্যক্তিকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।