স্লাইড গেট এর অভাবে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার সম্পদ

বার্তাঃ সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বদর খালি খালের স্লাইড গেটটি পূণঃ নির্মাণের জন্য ভেঙ্গে পেলায় ঘুর্ণিঝড় বা ভারি বর্ষার সময় বিপাকে পড়তে হয় ০১,০২ নং ওয়ার্ড সহ আশপাশের কয়েক হাজার মানুষকে। গত বুধবার ঘুর্ণিঝড় ” ইয়াস”র প্রভাবে সাগরের পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারের পানি ঢুকে নষ্ট হয় ঘর-বাড়িসহ আউশ-ধানের চারা। এতে ভোগান্তিতে পড়ে আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ।গত ২/৩ বছরই এমন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে এখানকার মানুষদের। সাগরের লবণাক্ত পানি জমিতে ঢুকার ফলে জমিতে লবণাক্তের হার বৃদ্ধি পাচ্ছে এতে জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে।গত ২/৩ বছর যাবত এলাকার মানুষদের কষ্ট আর ফসলি জমির ক্ষতি এসব দেখার পরও জনপ্রতিনিধিরা নিরব থাকায়, জনপ্রতিনিধিদের নিরব ভুমিকার প্রশ্ন তুলছেন এলাকাবাসী।এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণ আশা করেন অতি দ্রুত সময়ের মধ্যে স্লুইস গেটটি নির্মান কাজ শেষ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top