বার্তাঃ চট্টগ্রাম, সীতাকুণ্ডের কুমিরায় রাস্তা পার হওয়ার সময় স্টার লাইন পরিবহন বাসের ধাক্কায় কিরঙ্গ দাস (৬০) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে।
আজ বুধবার (২জুন)২১ইং বিকাল ৫ঃ৩০ মিনিট সময় উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের উত্তর মসজিদ্দা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর এ ঘটনা ঘটে। নিহত কিরঙ্গ দাস একই এলাকার রহীনি দাসের স্ত্রী।
জানা যায়, নিহত বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, একটি বাসের চাপায় এক পথচারী মারা গেছে। নিহতের ভাই জানিয়েছেন তার বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন। আমরা লাশটি উদ্ধার করেছি। এছাড়া বাসটিও আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।