সীতাকুণ্ড বার্তা
ছোট কুমিরা হতে ২ থেকে ৩ কিলোমিটার ভিতরে নীম তলা গ্রামের পাশে এই আঁকিল পুর সমুদ্র সৈকত, দিন দিন আঁকিল পুর সমুদ্র সৈকত মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে , দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আঁকিল পুর সমুদ্র সৈকতে প্রকৃতির এক অপরুপ দৃশ্য দেখতে ছুটে আসছে, এক সময় ছিল আঁকিল পুর গ্রাম অবহেলিত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসও প্রবন এলাকা, অল্প ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসও হলেই মানুষের প্রাণ হানির সম্ভবনা ছিল, এই ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস থেকে মানুষকে বাঁচাতে সরকার নির্মান করেন বাধ এবং এই বাধ যাতে নষ্ট না হয় তাই বাধের পাশে বসানো হয় ব্লক, বাধের চার পাশে সারি সারি গাছ লাগানো হয় যা মানুষকে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেয় এবং মানুষ প্রকৃতির অপররূপ সৌন্দর্য উপভোগ করতে পারে, পর্যটকদের যাতে কষ্ট না হয় এবং তারা যাতে কোন সমস্যা ছাড়া ভ্রমন করতে পারে, তাই তাদের জন্য বিশ্রামের ব্যবস্থা দোকান পাট ও শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে, আর এই সব কিছুর জন্য দিন দিন আঁকিল পুর সমুদ্র সৈকতে পর্যটক বৃদ্ধি পাচ্ছে।