সীতাকুন্ড পৌরসদরে কাউন্সিলর এ্যাপোলোর মাইকিং
সীতাকুন্ড প্রতিনিধি
ঘূর্ণিঝড় আম্পান সতর্কতা জারি ও করোনা ভাইরাস প্রতিরোধে সীতাকুণ্ড পৌর সদরে কাউন্সিলর এ্যাপোলো জনসচেতনতা সৃষ্টি।
আজ ২০ মে বুধবার সীতাকুণ্ডের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এ্যাপোলো নিজ উদ্যোগে জনগণকে মাইকিং করে সচেতন করেন। করোনা ভাইরাস যখন বাংলাদেশে হানা দেয় ।তখন থেকেই এই কাউন্সিলর নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য তিনি জনগণের কাছে অন্যরকম এক প্রিয় মানুষ হয়ে উঠেছেন। দেশের দুর্দশার সময় গরীব দুঃস্থদের মাঝে তিনি পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করেন। করোনা পূর্বকালেও এই দিদারুল আলম এ্যাপোলোর কার্যক্রম প্রশংসনীয়।
ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্পান বড় ধরনের আঘাত হানতে পারে । সেজন্য তিনি পৌর সদরে নিজে মাইকিং করে বেড়াচ্ছেন।সেই সঙ্গে বাজারে অযথা যাতে কেউ ঘোরাফেরা না করে সবাইকে সতর্ক করেন। রাস্তার পথচারীদের তিনফুট দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।