সীতাকুন্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
সীতাকুণ্ড প্রতিনিধি
করোনা ভাইরাসের কারণে লক ডাউনে থেমে যাচ্ছে হতদরিদ্র থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। আয় রোজগার বন্ধ থাকায় দৈনন্দিন কষ্ট করতে হচ্ছে তাদের ।সেই তাগিদে তাদের পাশে দাঁড়ালেন সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন।
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে খাদ্য সামগ্রি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম । বুধবার বিকাল ৫টায় ভটিয়ারীতে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ দিদারুল আলম , মেজবাহ খলেদ, মোহাম্মদ আলাউদ্দীন, মামুনুর রশীদ, কামরুল উদ্দিনসহ সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের প্রমুখ সদস্যবৃন্দ ।
এসময় সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সীতাকুণ্ড বার্তা কে জানায় করোনার কারনে মানুষ আজ গৃহবন্দি হয়ে পড়েছে। সরকারের পাশাপাশি অভুক্তদের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে। তিনি সমাজে বিত্তবানদের ত্রাণ বিতরণে এগিয়ে আসতে আহ্বান জানান। তিনি আরও জানান সীতাকুণ্ড অনলাইন জার্নলিষ্ট এসোসিয়েশন ভাটিয়ারী ছাড়াও কুমিরা ও পৌরসদরেও তাদের কার্যক্রম চালিয়েছে।