সীতাকুন্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,বৃদ্ধের মৃত্যু

চাকা পাংচার হয়ে বাস খাদে, বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি খাদে পড়ে বুলবুল মিয়া (৬০) নামের এক যাত্রীর মৃত্যু হয়। 

শনিবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, যাত্রীবাহী বাসটি নেত্রকোনা থেকে চট্টগ্রাম আসার পথে এ দুঘর্টনা ঘটে। আর নিহত বুলবুল মিয়া নেত্রকোণার কেন্দুয়া এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশনের ডিউটি অফিসার মেহেদী হাসান সীতাকুন্ড বার্তাকে বলেন, ‘নেত্রকোনা থেকে চট্টগ্রাম আসছিল একটি যাত্রীবাহী বাস। সীতাকুণ্ডের বিএমএ গেট এলাকার এলে বাসের সামনের চাকা পাংচার হয়ে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা পুরাতন মেশিনারিজের দোকানের পাশে খাদে পড়ে যায়। বাসের কয়েকজন গাড়ির ভিতরে আটকে পড়েন। পরে আমরা গিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top