সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাবাজার এলাকায় করোনা ভাইরাসে প্রথম এক নারীর মৃত্যু।আক্রান্ত নারীর নাম সেনোয়ারা বেগম (৭০)।
এই ব্যাপারে আক্রান্ত ব্যক্তির পরিবার জানান,সেনোয়ারা বেগমের জ্বর ,কাশি ,সর্দি ও বুকব্যাথা ছিল।মারা যাওয়ার পর উক্ত নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং রাতে পরিক্ষার রিপোর্ট পজিটিভ ধরা পড়ে।
রিপোর্ট আসার পর জানা যায় উক্ত মহিলার করোনা ভাইরাসে আক্রান্ত ছিল। আশে পাশের এলাকায় আতষ্ক ছড়িযে পড়ে। রাতেই উক্ত মহিলাকে দাফন করা হয়েছে। সীতাকুণ্ডে গত ২৪ ঘন্টায় ৩ হাইওয়ে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য যে, সীতাকুণ্ডে এই পর্যন্ত ৭১জন করোনায় আক্রান্ত হয়েছেন যাহা চট্টগ্রাম জেলার মধ্যে সর্বাধিক আক্রান্ত উপজেলা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুরউদ্দিন মোহাম্মদ রাশেদ বলেন, মারা যাওয়া মহিলার করোনা উপসর্গ ছিল। আমরা তার নমুনা সংগ্রহ করি। রাতে মহিলা পজেটিভ রিপোর্ট আসে। আমরা সরকারের স্বাস্থ্যবিধি মেনে মহিলাকে দাফন সম্পূর্ণ করেছি।