সীতাকুন্ডে ‘ইসলাম ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও ইসলাম Full view

সীতাকুন্ডে ‘ইসলাম ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মাতৃভূমি কর্তৃক স্থানীয় মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসায় আয়োজিত ইসলাম ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসান তিনি বলেন, বঙ্গবন্ধু ধর্মানুরাগী ছিলেন বলেই তিনি রাষ্ট্রীয় নীতিতে ধর্মনিরপেক্ষতাকে সংযুক্ত করেছিলেন। ধর্ম নিরপেক্ষতার অন্তর্নিহিত তাৎপর্য হলো, রাষ্ট্রের কাঠামোতে অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়ন করা। জাতির পিতা অসাম্প্রদায়িক চেতনার মানুষ হলেও তিনি ছিলেন খাঁটি মুসলিম। মাত্র সাড়ে তিন বছর ক্ষমতায় থাকলেও বাংলাদেশের সকল ইসলামী আচার ও স্থাপনা

তিনিই চালু করেছিলেন। অন্যরা কেবলমাত্র ইসলামকে ক্ষমতার খুঁটি হিসেবে ব্যবহার করেছেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মর্তুজা সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা খবিরুল ইসলাম, রোভার স্কাউট কমিশনার জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো শাহজাহান, মো. খালেদ মোশাররফ, নজরুল ইসলাম, মো আরিফ প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক বিভিন্ন কুইজে মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসান মাদ্রাসা উন্নয়নে ৩ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন

Written by Hossain

Leave a comment