সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় তল্লাশি চালিয়ে ১২ পিস স্বর্ণের বার উদ্ধার।যার ওজন ১ কেজি ৩৯২ গ্রাম।এতে গৌতম ভূমিক (৩৪) কে আটক করেন পুলিশ।
১৭ জুন বুধবার ঢাকা_চট্টগ্রাম মহাসড়কে সীতাকুন্ডের ভাটিয়ারী বাস স্ট্যান্ডে পশ্চিম ছাউনীতে আনুমানিক সন্ধ্যা সাতটার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ পিস চোরাই স্বর্ণের বারসহ একজন কে আটক করেন পুলিশ।
আটককৃত স্বর্ণের বার চালানকারীর বাড়ি ফেনী জেলার ফুলগাজী থানার ৯নং পৌরসভা এলাকার উত্তর বড়য়াধীন অমর চাঁদ এর বাড়ির ফণি লাল বণিকের পুত্র গৌতম বণিক (৩৪) বলে জানা গেছে।সে চট্রগ্রামে হাজারী গলি দোকানে চাকরি করে।
এই বিষয়টি নিশ্চিত করে বলেন সীতাকুণ্ড মডেল থানার (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ।