সীতাকুণ্ড বার্তা
সীতাকুন্ডে চোরাই সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক। তিনশো ঘনফুট সেগুন কাঠ বোঝাই কাভার্ডভ্যানটি ধাওয়া করে কদম রসুল এলাকায় আটক করেন বিট-কাম-চেক স্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
৮ আগস্ট শনিবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা চট্টগ্রাম শহর থেকে আসা চোরাই সেগুন কাঠ বোঝাই (ঢাকা মেট্রো ট ২২২৭০০) ঢাকার দিকে যাচ্ছিল। মাদাম বিবির হাট ফরেষ্ট অফিসের সামনে কাভার্ডভ্যানটিকে থামানোর সংকেত দিলেও সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে।
কাভার্ডভ্যান না থামলে বন কর্মকর্তারা আরেকটি গাড়ি নিয়ে ধাওয়া করে কদম রসুল এলাকায় গিয়ে ৩০০ ঘনফুট সেগুন কাঠ বোঝাই কাভার্ডভ্যানটি আটক করা হয়।
এই বিষয়ে ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ জানান, সেগুন কাঠ বোঝাই কাভার্ডভ্যানটি আটক করি।এই কাভার্ডভ্যানটিতে আনুমানিক ৬ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ ছিল এবং বন আইনে মামলা দায়ের করা হয়েছে।