সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের নির্বাচন-২০২১ এর সার্চ কমিটি গঠন, সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠান সম্পন্ন:

আজ ১৮ ফেব্রুয়ারী ২০২১ রোজ বৃহস্পতিবার রাত ৮(আট)টায় অলংকার হোটেল জামান এন্ড রেস্টুরেন্টে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের বর্তমান কমিটির নেতৃবৃন্দ, সমিতির প্রাক্তন সভাপতি/সম্পাদক ও অতিথিবৃন্দের নৈশভোজ এবং নবনির্বাচিত সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন মোঃ বেলাল হোসেন ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য লায়ন এড. মো. সরোয়ার হোসেন লাভলু কে শুভেচ্ছাভিনন্দন জানানোর জন্য আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক মোঃ আবুল মনছুর ভূঁইয়া ও সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক লায়ন মোঃ নাছির উদ্দিন মানিক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি রোটারীয়ান মুহাম্মদ মুসলিম, বিশেষ অতিথি ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ভাইস চেয়্যারম্যান লায়ন আলহাজ্ব মাষ্টার আবুল কাশেম ও রিজি গ্রুপের পরিচালক লায়ন মির্জা মোঃ আকবর আলী চৌধুরী খোকন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রিমিয়াম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন, সমিতির যাকাত কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ নুরুন্নবী, সমিতির হিসাব ও অডিট কমিটির চেয়্যারম্যান ননী গোপাল দেবনাথ, যাকাত কমিটির সেক্রেটারী মোহাম্মদ সানাউল্লাহ মাসুদ। বক্তব্য রাখেন সমিতির আজীবন সদস্য ও ডিনার স্পন্সর আলহাজ্ব লায়ন ইঞ্জি. মোহাম্মদ শাহজাহান, সমিতির সিনিয়র সহ সভাপতি ও সংবর্ধিত অতিথি আলহাজ্ব লায়ন মোহাম্মদ বেলাল হোসেন, সহ সভাপতি হাজী মোহাম্মদ ইউসুফ শাহ, সহ সভাপতি মোহাম্মদ আকবর হোসেন, সহ সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আলিম উল্লাহ মুরাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব লায়ন ইঞ্জি. কামরুদ্দৌজা, আইন ও মানবাধিকার সম্পাদক এবং সংবর্ধিত অতিথি লায়ন এডঃ মোঃ সরোয়ার হোসেন লাভলু, দপ্তর ও মিলনায়তন সম্পাদক লায়ন মোঃ মোস্তফা কামাল ভূঁইয়া জুয়েল, সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক লায়ন মোঃ মফিজুর রহমান সাজ্জাদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম শিবলু, সাংকৃতিক সম্পাদক এস এম তবরেজ, কৃষি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুল আজম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল করিম তুষাণ, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক কাজী মাসুদা খানম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শোয়ায়েব, এস এম তোফায়েল উদ্দিন, মোঃ জামশেদ রহমান, আজীবন সদস্য এডঃ মোঃ আলী আজম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ এবং ফটোগ্রাফার হিসেবে লিও জুয়েল চৌধুরী দ্বায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের শেষে বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে নয় সদস্য বিশিষ্ট সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২১ এর সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটির আহ্বায়ক প্রফেসর একেএম তফজল হক, সদস্য সচিব অধ্যাপক মোঃ আবুল মনছুর ভূঁইয়া, সদস্য: আলহাজ্ব মোহাম্মদ আজম, আলহাজ্ব মোঃ দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, রোটারীয়ান ও লায়ন এম.ই আজিজ চৌধুরী লিটন, লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন, অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ নুরুন্নবী, ননী গোপাল দেবনাথ, আলহাজ্ব মোঃ সানাউল্লাহ মাসুদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top