এম কে মনির,সীতাকুণ্ড, প্রতিনিধি
করোনা ভাইরাস সচেতনতার লক্ষ্যে সীতাকুণ্ড পৌরসভার ৮ নং ওয়ার্ডে জীবাণুনাশক প্রয়োগ কর্মসূচী পালন করেছে সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন। আজ ২৬ মার্চ সকাল ১০টায় দক্ষিণ ইদিলপুর গ্রাম থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এম কে মনির।এসময় ৮ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে,ড্রেনে ও গোয়ালঘরে জীবাণুনাশক পাউডারযুক্ত পানি ছিটানো হয়।পাশাপাশি এলাকার মানুষকে হাত ধোয়ার মাধ্যমে সচেতন করা হয়।
এছাড়াও এলাকায় বিদেশ ফেরতদের তথ্য উপাত্ত যাচাই করা হয়।কেউ যদি বিদেশ থেকে আসে তাহলে প্রশাসন কিংবা সংগঠনের নেতৃবৃন্দকে জানাতে অনুরোধ করা হয়।
কর্মসূচীতে পুরো এলাকায় জীবাণুনাশক পানি ছিটানোসহ সবাইকে মাইকিং করে সচেতন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এডভোকেট শাহাদাত হোসেন, সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন,তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইফতেখারুল আলম ইমন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল আজম,প্রচার সম্পাদক মেহেদি হাসান সাকিব,সদস্য মেনন,আরিফ,মুন্না,ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কমর্মসূচীকে স্বাগত জানিয়ে পৌর মেয়র আলহাজ্ব বদিউল আলম বলেন এটি খুবই প্রশংসিত উদ্যোগ।এলাকার যুব সমাজ সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনে কাজ করছে শুনে আমি আনন্দিত।এসময় তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।