মোঃ জয়নাল আবেদীন, সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুন্ড উপজেলাধীন বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ সেপ্টেম্বর (২০২০) রবিবার সকাল সাড়ে ১০ টার সময় সীতাকুণ্ড মডেল থানার উদ্যোগে বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়।
বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত ওসি ফিরোজ হোসেন মোল্লা।
বীট পুলিশিং সভায় আরো উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুমন বণিক,বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম,বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
বীট পুলিশিং সভায় এছাড়া বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, জনবান্ধব সেবা নির্ভর পুলিশিং কার্যক্রম হচ্ছে বীট পুলিশিং কার্যক্রম।
এই কার্যক্রমের আওতায় অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে। পুলিশের পক্ষে একা অপরাধ দমন করা সম্ভব নয়। জনগণের সহযোগিতা ও সুনির্দিষ্ট তথ্য দিয়ে পাশে থাকার আহ্বান জানান তিনি।