সীতাকুণ্ড মডেল থানার উদ্যোগে,ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শেখ নাদিম, সীতাকুণ্ড বার্তা প্রতিনিধিঃ

মঙ্গলবার ৮ ডিসেম্বর ২০ইং সকাল ১১.০০ মি পৌরসদর জেলা পরিষদ অডিটোরিয়ামে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন মোল্লার সভাপতিত্বে ও এস আই হারুন অর রসিদ ভূঁইয়ার পরিচালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে ছিলেন,পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম। এসময় তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা মানে দেশের স্বাধীনতাকে অস্বীকার করা।জাতির জনককে অপমান করা। আমরা রণাঙ্গনের সৈনিক মুক্তিযোদ্ধারা সহ্য করবো না। ধর্মের দোহাই দিয়ে কোন রকমের অপ-প্রচার এদেশের জনতা মেনে নেবে না।এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

আমাদের মনে রাখা দরকার এদেশে বঙ্গবন্ধুর যদি জম্ম না হতো, পরাধীনতার মধ্যে আমরা থাকতাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী এবং সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী,পৌরসদর বাজার কমিটির আহবায়ক মছিউদ্দৌলা,সাবেক সেক্রেটারী আলহাজ্ব মোঃবেলাল হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, মুক্তিযোদ্ধা ডাঃ রফিকুল ইসলাম,এছাড়া আরো উপস্হিত ছিলেন, থানার ওসি তদন্ত সুমন চন্দ্র বনিক,সেকেন্ড অফিসার রাশেদুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন,পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, সমাজ থেকে মাদক নির্মুল করতে পারলে আমাদের যুব সমাজ রক্ষা পাবে, ওসি ফিরোজ মোল্লা বলেন, আমি এ থানায় এসে মাদক এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি ইনশাআল্লাহ অনেকাংশ মাদক নির্মুল করতে সক্ষম হই, যারাই মাদক ও অন্যান্য অপকর্মের সাথে জড়িত থাকবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top