সীতাকুন্ড বার্তা
ডেস্কঃ চট্রগ্রাম সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ (৫৬) করোনায় আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৫ মার্চ থেকে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি হাসপাতালে তার নেতৃত্বে নমুনা পরীক্ষা করে করোনা রোগী শনাক্তের কাজ শুরু হয়। কাজ শুরুর দুই মাস পর তার নিজের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ঘটে।