সীতাকুণ্ড প্রেসক্লাব আন্তঃ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন

নিউজ ডেস্ক :

সীতাকুণ্ড প্রেসক্লাব অন্তঃ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

প্রেসক্লাব মাঠে মাসব্যাপী উক্ত টুর্ণামেন্টের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাজমুল ইসলাম ভূঁইয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম.আল মামুন। লীগ পদ্ধতির এ টুর্ণামেন্টে সাংবাদিকদের মোট ৭ টিম অংশ গ্রহণ করছে।

প্রেসক্লাব সভাপতি সুমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লিটন চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, পৌর কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ, মফিজুর রহমান, ফজলে এলাহী পায়েল, বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী রাজু, পৌর ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

সূত্রঃ ২৪ ঘণ্টা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top