সীতাকুণ্ড বার্তা;
মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১০ হাজার ৭৯০। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী (ধানের শীষ) মুক্তিযোদ্ধা আবুল মনছুর পেয়েছেন ৩ হাজার ৩০ ভোট।
আজ সোমবার দিনভর অনুষ্ঠিত ভোট গ্রহণ শেষে ফলাফল গণনার পর বদিউল আলমকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি দ্বিতীয় বারের মত সীতাকুণ্ড পৌরসভার মেয়র নির্বাচিত হলেন।
এছাড়া নির্বাচনে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তাদের ওয়ার্ডের ক্রমানুসারে নামসমূহ:
১। আনোয়ার ভুঁইয়া
২।বদিউল আলম জসিম
৩। শামসুল আজাদ ( বিএনপি)
৪।হারাধন চৌধুরী বাবু
৫।শফিউল আলম মুরাদ
৬। দিদারুল আলম এপোলো
৭। ফজলে এলাহী পায়েল
৮। মফিজুর রহমান
৯।জুলফিকার আলী শামীম