সীতাকুণ্ড পৌরসভার ৯ নং ওয়ার্ডের উপ – নির্বাচনে শাহ কামাল চৌধুরী নির্বাচিত

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড উপ – নির্বাচনে ব্রীজ প্রতীকে ৫৪৬ ভোট পেয়ে কাউন্সিলর পদে জয়ী হয়েছেন মোঃ শাহ কামাল চৌধুরী ।

নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহেদ চৌধুরী ফারুক ( গাজর ) পান ৫২৪ ভোট এবং লিয়াকত হোসেন সেলিম ( উটপাখি ) ৩১১ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন । গতকাল বুধবার ) বিকেল পাঁচটার দিকে রিটার্নিং অফিসার মো . শাহ আলম এ ফলাফল ঘোষণা দেন । তিনি জানান , এ ওয়ার্ডে মোট ভোট গ্রহণ হয়েছে ১৮১৫ টি । শতকরা হারে যা ৬৭ দশমিক ০৯ শতাংশ । এদিকে বুধবার সকাল আটটা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলেছে বিকেল চারটা পর্যন্ত । ইভিএমের মাধ্যমে ১ টি কেন্দ্রে ৮ টি বুথে এসব ভোট গ্রহণ করা হয়েছিল । নির্বাচন উপলক্ষে জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা । প্রিজাডিং অফিসার ও যুব উন্নয়ন কর্মকর্তা মো . শাহ আলম বলেন , সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে । এই ওয়ার্ডের প্রতিটি বুথে ইভিএমে ভোট গ্রহণ হয় । কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ছিল এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে । কোনো রকম ঝামেলা হয়নি । উল্লেখ্য , ২০২০ সালে শিবপুর ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর জুলফিকার আলি মাসুদ শামীম মৃত্যুবরণ করায় এ উপ – নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল । নির্বাচনে কাউন্সিলর পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । শিবুের ৯ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭ শত ৬৭ জন । পুরুষ ভোটার ১ হাজার ৩৯৯ জন এবং নারী ভোটার ১ হাজার ৩৬৮ জন । ভোটগ্রহণের জন্য ১ জন প্রিজাইডিংসহ ২৫ জন কর্মকর্তা দায়িত্বে ছিলেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top