সীতাকুণ্ড বার্তা:-
২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪.৩০ মিনিটে সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সীতাকুণ্ড ক্রিকেট একাডেমির নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এবং সীতাকুণ্ডে বাছাইকৃত ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ক্রিকেট খেলার সরঞ্জামাদি প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে ক্রিকেট একাডেমির সভাপতি ও ক্রীড়া সংস্থার সহ সাধারন সম্পাদক ইকবাল হোসেন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মো রাশেদুল ইসলাম,ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, সীতাকুণ্ড বাজার কমিটির সাবেক সাধারন সম্পাদক মো বেলাল হোসেন,সাবেক খেলোয়াড় ও সংগঠক নাহিদ চৌধুরী,সাবেক ক্রিকেটার আশিস, সাহেদ বেলাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ক্রিকেটার নাজিমুদ্দিন।