সীতাকুণ্ড কুমিরা পাহাড়ের পাদদেশ থেকে মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার

শেখ নাদিম, সীতাকুণ্ড বার্তা প্রতিনিধিঃ

আজ শনিবার (১২ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা ইউনিয়নের পাহাড়ের পাদদেশে ত্রিপুরাপাড়া থেকে আসামীর স্বীকারোক্তি মোতাবেক অপহরণের ৪ বছর পর সালাউদ্দিন নামের এক যুবকের মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করে সিআইডি।

জানা যায়, ২০১৬ সালে তার বউয়ের সাথে পরকীয়ার জেরে সালাউদ্দিনকে গুম করে পাহাড় পাদদেশে নিয়ে খুন করে আলাউদ্দিন মাটিতে পুঁতে ফেলে।

এঘটনায় তখন সীতাকুণ্ড মডেল থানায় মামলার দায়ের হলে আসামী গ্রেফতার হয়। দীর্ঘদিন মামলা চলার পর আসামী জামিনে বের হয়ে আসে। তখন মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

এঘটনায় আসামী আলমগীরকে বাড়ি থেকে সিআইডি গ্রেফতার করে, তার স্বীকারোক্তি মতে আজ তাকে নিয়ে পাহাড়ের পাদদেশ থেকে মাটি খুঁড়ে সালাউদ্দিনের কঙ্কাল উদ্ধার করা হয়।

সালাউদ্দিন কুমিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দীঘিরপার এলাকার নুরুল ইসলামের পুত্র। আলমগীর ঐ এলাকার নুর আলম মেম্বারের পুত্র। এ

ই সময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম, সি,আই,ডি অফিসার শরীফ, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top