সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার 

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার 

সীতাকুণ্ড জামায়াতের সভাপতি (আমির) তৌহিদুল ইসলাম চৌধুরী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সভাপতি (আমির) তৌহিদুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানা পুলিশ। 

জানা যায়, গ্রেপ্তার তৌহিদুল ইসলাম চৌধুরী পশ্চিম মহাদেবপুর (নামার বাজার) এলাকার তফসিল উকিল বাড়ির মৃত তফসিল আহমদ এর পুত্র। দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার নামে সর্বমোট ৩৪ টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬ টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তার নামে। বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন, বিশেষ ক্ষমতা আইন, দ্রুত বিচার আইন এবং দণ্ডবিধি আইনে এসব মামলা চলমান রয়েছে।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ওসি তোফায়েল আহমেদ বলেন, গ্রেপ্তার তৌহিদুল ইসলাম ২০১৩-১৪ সালের সীতাকুণ্ডে সংগঠিত আগুন সন্ত্রাসসহ নাশকতার মূল হোতা হিসেবে অভিযুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা হতে সীতাকুণ্ড থানা পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top