বার্তাঃ সীতাকুন্ডে ১০০ জন সুবিধাবঞ্চিত পথ শিশুদের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার সীতাকুণ্ড রেল ষ্টেশনসহ বিভিন্ন স্থানে উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলানী পথ শিশুদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরন করেন।
ছাত্রলীগের উপহার পেয়ে খুশি শিশুসহ তাঁদের অভিভাবকরা। এদিকে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের এমন মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেছেন সীতাকুণ্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলানী বলেন ছাত্রলীগের নেতা কর্মীরা করোনা কালিন এই কঠিন সময়ে সাধারন মানুষের পাশে রয়েছে। সীতাকুন্ডের ছাত্রলীগের নেতা কর্মীদের আমরা নির্দেশনা দিয়েছি সাধারন মানুষের পাশে থাকতে।
এদিকে করোনা কালিন এ মহামারির সময় উপজেলা ছাত্রলীগ সীতাকুণ্ডের সাধারন মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে;এতে সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে বর্তমান নেতৃত্বাধীন ছাত্রলীগের গুনগান।