মোঃ জয়নাল আবেদীন: উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম ১৭ নভেম্বর মঙ্গলবার(২০২০)ই তারিখে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য একটি সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করেন। এবং আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা ছাত্রলীগের একটি পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে বলা হয়েছে।
নব নির্বাচিত কমিটির সভাপতি হলেন শিহাব উদ্দিন,সাধারণ সম্পাদক এস এম রিয়াদ (জিলানী), সহ-সভাপতি ইকবাল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জিবন, সাংগঠনিক সম্পাদক অমল দেব নাথ।