সীতাকুণ্ড প্রতিনিধি
করোনা নেগেটিভ হলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। তিনি এখন সুস্থ আছেন বলে জানা গেছে।
গত ১৩ জুন সীতাকুণ্ডের ফৌজদারহাট বিআইটিআইডিতে নমুনা পরিক্ষায় এস এম আল মামুনের করোনা পজিটিভ ধরা পড়ে।এর পূর্বে তিনি বেশকিছুদিন ধরেই জ্বর, সর্দি সহ নানা ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হয়।ঐ দিনই তিনি শ্বাসকষ্ট ও অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকলে তাকে চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি করানো হয়।এক পর্যায়ে পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।
উপজেলা চেয়ারম্যানের ভাই এস এম আল নোমান ও তার সহযোগী চিকিৎসক জানান, প্রথম যেদিন উপজেলা চেয়ারম্যানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তখন দৈনিক ১৮ লিটার অক্সিজেন দেয়া হয়েছিল।এরপর অক্সিজেনের স্যাচুরেশন ছিল ৮০ এর আশেপাশে। বর্তমানে তাকে ৫ লিটার অক্সিজেন দেয়া হচ্ছে। এখন অক্সিজেন স্যাচুরেশন ৯৫ । এখন তিনি কোন শ্বাসযন্ত্র ছাড়াই শ্বাস প্রশ্বাস নিতে পারছেন।তাই রবিবার আইসিইউ থেকে সাধারণ বেড়ে স্থানান্তর করা হয়েছে।এস এম আল নোমান বড় ভাইয়ের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, পর পর ভাইয়ার দুটি রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে । এছাড়া শারিরীক অবস্থা ভালো আছে।