১৫ আগস্ট রবিবার ২০২১ ইং সকাল ১০.০০ সীতাকুণ্ড উপজেলার সহীদ মিনার প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত শোক সভা করেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ।
সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি।প্রধান বক্তা ছিলেন সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন। সঞ্চালনায় ছিলেন ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দীন, শোক সভায় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব জলি, যুবলীগ সভাপতি মোঃ শাহজাহান, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড এম এ সামাদ,সাবেক ছাত্র নেতা তরিকুল চৌধুরী,মো সোহেল,মোহাম্মদ আলী শাহ্, কাউন্সিলর ফজলে এলাহি পায়েল,মহিলা কাউন্সিলর কামরুন্নাহার কাকলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীন সহ পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুব লীগ৷ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।