মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাঁকের ভুঁইয়া।
আজ ১৯ জুলাই রবিবার সকাল ১০ টায় সীতাকুণ্ড পৌরসভার সামনে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ঘোষিত সারাদেশে ১ কোটি বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ কর্মসূচি উপলক্ষে সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগ এই চারা রোপণ কর্মসূচি পালন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ, আওয়ামীলীগ নেতা সাঈদ মিয়া,রতন মিত্র, মেসবাহ উদ্দিন চৌধুরী,বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী,বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক জাহাঙ্গীর ভুইয়া, আওয়ামীলীগ নেতা দিদারুল আলম, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আজিজুল হক, সীতাকুণ্ড উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ খাঁন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ শাহ জাহান,
কৃষকনেতা মোঃ শামসুল আলম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো শামসুল আলম, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শায়েস্তা খান।