শেখ নাদিম, সীতাকুণ্ড বার্তা প্রতিনিধিঃ
বুধবার (৯ডিসেম্বর) বিকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে জোড়আমতলের একটি কমিউনিটি সেন্টারে উক্ত শোকসভা অনুষ্ঠিত হয়।
৮নং সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান নুরউদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি ইছাক কাদের চৌধুরী,উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জহুরুল আলম, পৌর বিএনপির সভাপতি ইউছুপ নিজামী, উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক দিদারুল ইসলাম মাহমুদ, সাবেক সদস্য সচিব কাজী মোঃ সুজা উদ্দিন, উত্তর জেলা উত্তর জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ মোরছালিন, কৃষকদল উত্তর জেলা সাঃ সম্পাদক বদি আলম বদরুল, সীতাকুণ্ড পৌর নির্বাচন মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাঃ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুহরম আলী, উপজেলা শ্রমিক দলের সাঃ সম্পাদক রবিউল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী সেলিম, মরহুম তফাজ্জল আহম্মদের পুত্র ইফতেখার আহম্মদ জুয়েল প্রমূখ।
বক্তারা বলেন,বীর মুক্তিযুদ্ধা তফাজ্জল আহম্মদের মতো সৎ ও ত্যাগী নেতা বিরল,দলের জন্যে তার অবদান সীতাকুণ্ডবাসী চিরদিন স্নরণ রাখবে।