সীতাকুণ্ড বার্তা;
অজ্ঞাতনামা এক প্রতারক সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক মোবাইল নাম্বারের সাথে আংশিক মিল রেখে মোবাইল নাম্বারের সিম ব্যবহার করছে এবং ইউএনও’র নাম ভাঙ্গিয়ে প্রতারণার চেষ্টা করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিল্টন রায়ের ফেসবুক পেজ থেকে জানা যায়, ওই প্রতারক অনেকের কাছে বিভিন্ন বিষয়ে ফোন দিচ্ছে, যার সাথে উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ডের কোন সম্পর্ক নেই।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ড এর দাপ্তরিক (অফিসিয়াল) মোবাইল নম্বর: +৮৮০১৮৩৭৭১১৪৫০
অন্যদিকে প্রতারকের নাম্বার +৮৮১৮৩৭৭১১৪৫০ (০১টা ডিজিট কম, +৮৮ এর পরে শূন্য (০) নেই। কিন্তু যাঁদের মোবাইলে ইউএনও ‘র মোবাইল নম্বর সেইভ করা আছে, এই নম্বর থেকে কল দিলেও যে নামে সেইভ করা, সেই নামই উঠছে) এই নাম্বর যেহেতু জনপ্রতিনিধিসহ অনেকের মোবাইলে সেভ করা আছে, তাই এই ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।