- সীতাকুণ্ড আবাসিক হোটেল উদ্বোধনে পৌর মেয়রএম কে মনির, সীতাকুণ্ড, চট্টগ্রাম
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সীতাকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি চন্দ্রনাথ পাহাড় ও সবুজ গালিছা বিছানো দৃষ্টিনন্দন গুলিয়াখালি সী-বীচ অবলোকন করতে আসা পর্যটকদের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে উদ্বোধন হলো আরো একটি মনোরম আবাসিক হোটেল। সীতাকুণ্ড পৌরসদরে সমবায় বিপনী বিতানের ৪র্থ তলায় জাঁকালো এই হোটেলটি আজ ১৯ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৫টায়
শুভ উদ্বোধন করেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম।
উদ্বোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির সাবেক সেক্রেটারি ব্যবসায়ী নেতা রেজাউল করিম বাহার,সীতাকুণ্ড কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুন্নবী,সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,কাউন্সিলর আনোয়ার হোসেন ভুঁইয়া।মেয়র বলেন পর্যটকদের কথা চিন্তা করে এই হোটেল চালু করা হয়েছে। আশা করি ভ্রমণপিয়াসুদের কাঙ্ক্ষিত সেবা দিতে সক্ষম হবে সীতাকুণ্ড আবাসিক হোটেল।সীতাকুণ্ডে আবাসিক হোটেল এমন ভাবে চালাতে হবে যাতে সীতাকুণ্ডের বদনাম নয়,সুনাম বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব বদিউল আলম হোটেলটি সম্পূর্ণ পরিদর্শন করে।