সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত স্কুল শিক্ষক তৌহিদুল ইসলাম জাফর উপজেলার সাদেক মস্তান (রহঃ)
উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ২৭ ফেব্রুয়ারি শনিবার রাত বারোটা ১৫ মিনিটে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে তার মৃত্যুতে সীতাকুণ্ডের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। ভারী হয়ে ওঠেছে সীতাকুণ্ডের আকাশ -বাতাশ। বিশেষ করে নিহত শিক্ষক জাফর এর প্রাক্তণ ও বর্তমান ছাত্রছাত্রী এবং তার সহকর্মীরা কিছুতেই এই মৃত্যুকে মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনেককেই আবেগ আপ্লূত কণ্ঠে শোকের বহিঃপ্রকাশ ঘটাতে দেখা গেছে। নিহত শিক্ষক তৌহিদুল ইসলাম জাফর সন্দ্বীপের মুছাপুর বদিউজ্জামান হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন।
উল্লেখ্য তিনি ২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮ টায় সীতাকুণ্ডের শুকলাল হাট সংলগ্ন সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথায় ঢাকা ট্রাংক রোডের পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে অতিক্রমকালে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্নকভাবে আহত হন। পরে হাসপাতালে ভর্তি করালে রাতেই তার মৃত্যু হয়।
মরহুম তৌহিদুল ইসলাম জাফর এর নামাজে জানাজা আজ ২৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় সাদেক মস্তান রহঃ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনু্ষ্ঠিত হবে।