সীতাকুণ্ডে স্বপ্নসারথি সামাজিক সংগঠনের পথশিশুদের ঈদ উপহার ও ইফতার প্রদান

শেখ নাদিম, বার্তা প্রতিনিধিঃ
সীতাকুণ্ড পথশিশুদের ঈদ উপহার ও ইফতার প্রদান মাধ্যমে স্বপ্নসারথি সামাজিক সংগঠনের
যাত্রা শুরু করলো।

রোজ মঙ্গলবার (১১ মে) ২১ইং সীতাকুণ্ডে পথশিশু ও অসহায় বাচ্চাদের ঈদের নতুন কাপড় ও ইফতার দেওয়ার হয়।এই শিশুরা মার্কেটে গিয়ে নিজে পছন্দ করে কাপড় কিনেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা নাহিদ চৌধুরী বলেন,আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মনের কথা বুঝে আগামীর পথ চলবো।এর আগেও আমরা কিছু কাজ করেছি যা প্রকাশ করিনি। রোজায় ইফতার সামগ্রী বিতরণ করেছিলাম।আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেনঃ নাম প্রকাশে অনিচ্ছুক ইঞ্জিনিয়ার বন্ধু ও ওসমান গনি মার্কেটের ফ্যাশন টাচ এর স্বত্বাধিকারী শফিকুল ইসলাম এবং তাঁর সহধর্মিণী জান্নাত এন্টারপ্রাইজ এর পরিচালক ইফতারের বিরিয়ানি রেডি করে দেওয়ায়।

আজকের আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা নাহিদ চৌধুরী, সদস্য কামরুল আলম,শফিকুল ইসলাম,শিল্পী মিয়াজি রুবেল,শিল্পী জিয়াউদ্দিন বাবলু,বাউলা নাজিম, বদরুল আলম,রাজিবুল ইসলাম প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top