সীতাকুণ্ডে স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামী মোঃনিজাম উদ্দিন কে(৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার ভোর রাতে ঘোড়ামারা সোনাইছড়ি ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি ওই এলাকার মৃত রফিক উদ্দিনের পুএ। চট্টগ্রাম জজকোর্ট আইনজীবী মোঃএনামুল ইসলাম জানান,গত ১সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্টাইবুনাল নং-৪,চট্টগ্রামে মামলা টি দায়ের করা হয়।
চট্টগ্রাম জজকোর্ট আইনজীবী মোঃএনামুল ইসলামের এসোসিয়েট জাহাঙ্গীর আলম আকিব জানান, প্রায় দুই বছর পূর্বে অভিযুক্ত মোঃনিজাম উদ্দিনের সঙ্গে বাদীর বিয়ে হয়।তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।অভিযুক্ত নিজাম উদ্দিন তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।এ ছাড়াও যৌতুকের দাবি করে আসছিলেন।এ ঘটনায় বাদী আদালতে মামলা দায়ের করলে ১ নভেম্বর অভিযুক্তের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়।সীতাকুন্ড থানার এস আই আল আমিন জানান,১৭ নভেম্বর মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।