সীতাকুণ্ডে সোনাইছড়ি রাস্তার বেহাল দশা
সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুরের (কদম রসুল) সড়কের বেহাল দশার সৃষ্টি হয়েছে। সড়কের পাশে নালার পার্শ্ববর্তী স্থানে এমনভাবে ভাঙন ধরেছে যে, যে কোনো সময় তা ভেঙে নালা ভরাট হয়ে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হবে। কেশবপুরবাসী এই সড়ক দিয়ে চলাচলে নানাবিধ দুর্ভোগ পোহাচ্ছেন। এই সড়কের পানি নিষ্কাশনেরও কোনো বিকল্প ব্যবস্থা নেই।
স্থানীয়রা জানান, কেশবপুরের এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজের শিক্ষার্থীরা ছাড়াও চাকুরিজীবী, ব্যবসায়ীরা যাতায়াত করেন। এলাকাবাসী দৈনিক চট্টগ্রামকে জানান, আমরা নিদারুণ দুর্ভোগ পোহাচ্ছি। জনদুর্ভোগ চরমে। আমাদের ছেলে-মেয়ে, এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা এখান দিয়ে চলাচলে কষ্ট পাচ্ছেন। আমরা এর আশু উদ্যোগ কামনা করছি।