সীতাকুণ্ডে সীমা গ্রুপের উদ্যোগে সিলিন্ডারসহ অক্সিজেন প্রদাণের ঘোষণা দিলেন পারভেজ উদ্দীন সান্টু

সীতাকুণ্ড বার্তা:-

সীতাকুণ্ডে করোনা আক্রান্ত রোগীদের প্রয়োজনে বিনামূল্যে সিলিন্ডারসহ অক্সিজেন রিফিল করে দেবেন বিশিষ্ট শিল্পপতি সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দীন সান্টু ।

আজ তাঁর ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করে তিনি লিখেছেন,

প্রিয় সীতাকুন্ডবাসী ,
আসসালামু আলাইকুম

প্রাণঘাতী মহামারি করোনায় আক্রান্ত হলেই বেশিরভাগ ক্ষেত্রে তাদের শ্বাস-প্রশ্বাস ব্যাহত হচ্ছে। এ ক্ষেত্রে তাদেরকে অক্সিজেন সাপোর্ট দেওয়া জরুরী হয়ে যাচ্ছে। আর করোনা ছড়িয়ে পড়ার সাথে সাথে তাই চট্টগ্রামসহ সারা দেশেই অক্সিজেনের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। ঠিক এমনি সময়ে রোগিদের বাঁচানোর কথা চিন্তা করে করোনা রোগীর অতি প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্টের জন্য এতদিন ফ্রিতে সিলিন্ডার রিফিল করে দিয়ে আসছিলাম আমরা তথা সীমা গ্রুপ । কিন্তু তাতে অনেক রোগীর স্বজনেরা জানান, সিলিন্ডারের অপ্রতুলতার কারণে রোগীরা সেবা বঞ্চিত হচ্ছেন। এক্ষেত্রে জরুরী প্রয়োজনের কথা বিবেচনায় এনে সিলিন্ডার সহ অক্সিজেন প্রদানের জন্য আমাকে অনুরোধ জানান । আর তারই প্রেক্ষিতে আমি সীতাকুন্ডের করোনা আক্রান্ত রোগিদের সিলিন্ডারসহ অক্সিজেন প্রদানের স্বিদ্ধান্ত নিয়েছি । তবে এক্ষেত্রে সুবিধা নিতে ইচ্ছুকরা অবশ্যই স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি ও অক্সিজেনের প্রয়োজনের প্রমাণপত্রসহ যোগাযোগ করতে হবে। আমাদের বোতলের যদিও সংকট তারপরও আমরা মানুষের সহযোগিতা করতে চাই । বোতলের প্রয়োজনীয়তা শেষ হলে তা অবশ্যই ফেরত দিতে হবে যাতে অন্য রোগী সহযোগিতা পায় ।

করোনা আক্রান্ত রোগিরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক। যে কারো প্রয়োজনে যতগুলো বোতল লাগে তত পরিমান অক্সিজেন আমরা দেব। আমি চাই সীতাকুণ্ডের কোন রোগীই যেন অক্সিজেনের অভাবে মারা না যান। আমাদের অক্সিজেন কারো প্রান বাঁচালেই আমাদের উদ্যোগ সার্থক হবে।

করোনা রোগীদের জন্য বিনা মূল্যে অক্সিজেন রিফিল অথবা সিলিন্ডারসহ অক্সিজেনের জন্য (মোবাইল নং ০১৯৫০৬৬১৩৮০ , ০১৬১৮০৬০২৩৬,০১৮৫৯৭৭৫১৭৪) যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল ।

ঘরে থাকুন , নিজে বাঁচুন , পরিবারকে বাঁচান , দেশকে করোনামুক্ত করতে এগিয়ে আসুন ।

ধন্যবাদ ।
আল্লাহ সবার সহায় হোন।
বাংলাদেশ দীর্ঘজীবী হোক।
মোঃ পারভেজ উদ্দীন সান্টু , পরিচালক , সীমা গ্রুপ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top